কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান ই-গভর্নেন্স নাগরিক সেবায় বিশেষ অবদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে (৯-১১ ডিসেম্বর-২০২০ ইং) তথ্য প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ পুরুস্কারের জন্য মনোনীত হয়েছেন।
ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলােেদশ কম্পিউটার কাউন্সিলের সচিব (উপ সচিব) বিসিসি ও সদস্য সচিব পুরস্কার ও সাংস্কৃতিক উপ কমিটি ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মাল্টি পারপাস হল হতে এই পুরস্কার গ্রহন করেন।
উল্লেখ্য, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে বছরে পাঁচ মাস ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেয় সরকার। তিনি দেখলেন এই উপজেলায় ‘অনেকের নামে কার্ড করা হয়েছে, তাঁরা জানেন না। অথচ তাঁদের নামে বছরের পর বছর চাল তোলা হচ্ছে। ক্রমাগতভাবে যখন অভিযোগগুলো আসছিল, তখন তিনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি ব্যবস্থা দাঁড় করানোর চিন্তা ভাবনা থেকে চাল বিতরণে অনিয়ম রুখতে দেবিদ্বার উপজেলায় ডিজিটাল বায়োমেট্রিক ব্যবস্থা গ্রহন করেছিলেন।
ইউএনও রাকিব হাসানের উদ্ভাবনী প্রচেষ্টার ফসল ‘ওএমএস দেবিদ্বার’ ওয়েবসাইটের মাধ্যমে উপকারভোগীর নাম, ঠিকানা, ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, আঙুলের ছাপসহ ১৩ ধরনের তথ্য সংরক্ষিত করেন। এতে উপকারভোগীকে আসল-নকল যাচাই করে চাল দেওয়া হয়। একই ব্যক্তি যেন একাধিকবার চাল উত্তোলন করতে না পারেন, সেটিও দেখা হয়। শুধু তাই নয়, উপকারভোগীর চাল উত্তোলনের তথ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার বা সার্ভারেও জমা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে কারা চাল উত্তোলন করেছেন, কারা করেননি, তার তথ্য জানতে পারেন। ফলে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদেরর ভারপ্রাপ্ত চেয়ারম্যন আলহাজ্ব আবুল কাশেম ওমানি এই পুরুস্কার পাওয়ার কারনে নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জনিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার এই আন্দোলনে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে এবং আজকের এই সাফল্য শুধুমাত্র (ইউএনও) রাকিব হাসানের নয় পুরো বাংলাদেশ এবং আওয়ামীলীগ সরকারের।
Development by: webnewsdesign.com