বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে।’
আজ মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ উদোর পিন্ডি বুধোর ঘাঁড়ে চাঁপাতে চায় দাবি করে ফখরুল বলেন, ‘বাংলাদেশের সব অপকর্ম তারাই করেছে। তারা ৭২এর সংবিধান পরিবর্তন করেছে, বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছে, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে, কেয়ারটেকার (তত্বাবধায়ক) সরকার বাতিল করে একদলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে এসেছে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।’
দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার কোন কথা ছাড়াই হঠাৎ করে কয়েকটি সুগারমিল বন্ধ করে দিয়ে কৃষক ও শ্রমিকদের অনিশ্চত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। এটি একটি অন্যায় কাজ, যা দেশে নেতিবাচক প্রভাব বিস্তার করবে। বাংলাদেশে যে পরিবেশ বিরাজ করছে তা বিনিয়োগ বান্ধব নয়, যার কারণে বিদেশি কোন প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তা এই দেশে বিনিয়োগ করতে ভয় পায়। বর্তমানে স্বাস্থ্যখাতে যে দুর্নীতি হচ্ছে তার সামান্য অংশ শ্রমিক ও কৃষকদের দেয়া হলে চিনি শিল্প একটি লাভজনক খাতে পরিনত হতে পারতো।’
ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই সাংবাদিকদের জেলে যেতে হচ্ছে, সংবাদপত্রগুলো এখন আর নিরপেক্ষ নেই । সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হচ্ছে কারণ, তারা যেন সত্য খবর প্রকাশ করতে না পারে।
এ সময় তাঁর ভাই পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com