বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। ৪০ সদস্যের এই কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেককে চেয়ারম্যান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে দলের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপাকে। গতকাল (সোমবার) এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকেও সদস্য হিসাবে রাখা হয়েছে।
তাছাড়া এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে সদস্য হিসাবে রাখা হয়েছে। তারা হলেন- অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (বর্তমানে তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান), অধ্যাপক ড. এ কে এম সালাউদ্দিন ও সহকারী অধ্যাপক মো. জোবায়ের আলম।
Development by: webnewsdesign.com