মাইক্রোসফটের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোয় কোনো বিধিনিষেধ নেই। এবার সরাসরি মাইক্রোসফট স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ নামানো যাবে। অ্যাপ নামানোর নির্দিষ্ট কোনো নিয়ম থাকবে কি না, তা জানা যায়নি।
তবে অসংখ্য অ্যান্ড্রয়েড অ্যাপ মাইক্রোসফট স্টোরেই পাওয়া যাবে। বিষয়টি জানিয়েছেন সংবাদমাধ্যম উইন্ডোজ সেন্ট্রালের সাংবাদিক জ্যাক বোডেন। এক টুইট পোস্টে তিনি জানান, উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফট স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করা হবে বলে আমাকে জানানো হয়েছে।
এ পরিকল্পনা কতদূরে এগিয়েছে বা কবে বাস্তবায়িত হবে, তা জানা যায়নি। তবে ২০২১ সালের যে কোনো সময় এটি ঘটতে পারে।
এখনও কম্পিউটারে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারেন উইন্ডোজ ব্যবহারকারীরা। তবে এর জন্য থার্ড পার্টি ব্লুস্টাককে প্রয়োজন পড়ে মাইক্রোসফটের। এ থার্ড পার্টি ক্রস প্ল্যাটফরম অ্যাপটিকে আর মাধ্যম হিসেবে রাখতে চাইছে না তারা।
Development by: webnewsdesign.com