বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তাকে অবমাননার অপরাধে যুব খেলাফত মজলিসের নেতা মাওলানা মামনুল হককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাঁধা প্রদান এবং স্থাপিত ভাস্কর্য ভেঙে ফেলার ভয়ঙ্কর হুমকি দিয়েছে চিহ্নিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি। এই হুমকি রাষ্ট্রদ্রোহীতার শামিল।
তারা ৭ দফা দাবি জানিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মামুনুল হককে গ্রেফতার করতে হবে, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে, প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও মাদ্রাসা শিক্ষা ঢেলে সাজাতে হবে।
উল্লেখ্য গত ১৩ নভেম্বর গেল ১৩ নভেম্বর রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন।
Development by: webnewsdesign.com