সরকারকে ৭ দিনের আল্টিমেটাম, রাজধানীতে মহাসমাবেশের ডাক নূরের

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ১০:৪৫ পূর্বাহ্ণ

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম, রাজধানীতে মহাসমাবেশের ডাক নূরের
apps

সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে রাজধানী ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদ নেতা নূরুল হক নুর। ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে ভিপি নূর এ আল্টিমেটাম দেন।

এসময় ভিপি নূর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা দেখতে চাই এই সরকার কী করে।

ডাকসুর এই ভিপি বলেন, আমি ছাত্রলীগ, যুবলীগের ভাই-বোনদের বলতে চাই, আমাদের সাথে আপনাদের কোনো জায়গা-জমি বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আমাদের ভাই-বোনদেরকে রক্তাক্ত করছেন। আপনারা কী আজীবন ক্ষমতায় থাকবেন?

তিনি বলেন, এই সরকার যে দমন-নির্যাতন-নিপীড়ন-জুলুম চালিয়েছে, তাদের পতন ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই-বোনদের বলবো আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক।

Development by: webnewsdesign.com