বাসে আগুন দেয়ার সাথে বিএনপি কোনভাবেই জড়িত নয়: এমরান সালেহ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ | ১২:১২ অপরাহ্ণ

বাসে আগুন দেয়ার সাথে বিএনপি কোনভাবেই জড়িত নয়: এমরান সালেহ
apps

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের দিন রাজধানীতে যে কয়টা বাসে আগুন ধরিয়ে দেয়া হয়েছে তার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার রাত ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও রহস্যজনক এবং একইসাথে উদ্দেশ্যমূলক। ঢাকা-১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট ডাকাতি, সন্ত্রাস, কারচুপি গোপন করতেই পরিকল্পিতভাবে এসব সন্ত্রাসমূলক ঘটনা ঘটিয়ে জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে চায় সরকার।

অতীতেও এই ধরণের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, একই কায়দায় আজ এই ঘটনা ঘটিয়ে এর দায়-দায়িত্ব বিএনপি’র ওপর অন্যায়ভাবে চাপিয়ে অতীতের মতোই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানী করতে চায়।

তিনি জানান, আওয়ামী লীগের ভোট কারচুপির প্রতিবাদে বিএনপি’র নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত মিছিল অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে। বলা হচ্ছে-এই মিছিল থেকে বাসে আগুন দেয়া হয়েছে, যা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মিছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হবার মূহুর্তে কে বা কারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুমানিক ৪০০ ফিট দুরে আনন্দ ভবনের সামনে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অথচ বলা হচ্ছে-মিছিল থেকে বিএনপি’র কর্মীরা আগুন দিয়েছে। তাহলে ঢাকা শহরের অন্যান্য স্থানে বাসে আগুন লাগানোর ঘটনা কারা ঘটিয়েছে ?

দলের স-সাংঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের মুক্তি চেয়ে তিনি বলেন, সারাদিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৫ জন নেতাকর্মীকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতাকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়কে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ ইমরান, জাসাস এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক নাজমুল হাসান, কৃষক দল নেতা শাহজাহান সম্রাট প্রমূখ।

Development by: webnewsdesign.com