গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবেনা ইসলামী বিশ্ববিদ্যালয়

সোমবার, ০৯ নভেম্বর ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবেনা ইসলামী বিশ্ববিদ্যালয়
apps

গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেনা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এবছর পূর্বের প্রচলিত লিখিত পরীক্ষার ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের সভাকক্ষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম সভাপতিত্বে, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এবছর পূর্বের প্রচলিত নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সভা করে এ ব্যাপারে চূড়ান্ত এবং পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ৩৩ বিভাগের মধ্যে শুধু বাংলা বিভাগ ব্যাতীত অন্য সকল বিভাগ পক্ষে মতামত দেয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবেনা বলে সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে অংশ নেবে বলে জানা যায়।

Development by: webnewsdesign.com