আগামী ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার। ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংক্রান্ত ভার্চুয়াল ব্রিফিংয়ে মন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে উৎসবের বিকল্প খুঁজছে সরকার। এদিকে শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে পড়াশোনার ভোগান্তি কাটিয়ে ক্লাসে ফিরতে চান তারা।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পাঠদান চললেও একে একে বন্ধ করা হয় পিএসসি, জেএসসি এবং সবশেষ এইচএসসি পরীক্ষা। মাধ্যমিক পর্যায় পর্যন্ত নেয়া হয় অটোপাসের সিদ্ধান্ত।
এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে চলমান ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তবে জানিয়ে দেন, সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা হচ্ছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এরমধ্যে সাময়িকভাবে খোলা যায় নাকি সেটা দেখছি।
গেল বছরগুলোর মতো বই উৎসব হচ্ছে না জানিয়ে ডা. দীপু মনি বলেন, বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে
তিনি আরো বলেন, বই তৈরি হয়ে যাবে আমাদের। কিন্তু আগের মত সমাবেশ করে আর বই দেয়া হবে না।
স্কুল খোলার সম্ভাবনার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা জানালেন, দীর্ঘ বিরতির পর ক্লাসে ফিরলেই পড়াশোনায় স্বাচ্ছন্দ্যবোধ করবেন তারা।
বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আরো পর্যালোচনা করা প্রয়োজন।
সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করারও তাগিদ দেন শিক্ষাবিদরা।
Development by: webnewsdesign.com