বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৮৮৬ জন। মৃত্যু ৫ হাজার ৫৯৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার ৭৬১ জনে। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজার ৫৩৩ জন। এছাড়া সুস্থের সংখ্যা ৩ কোটি ১৬ লাখের বেশি।
আজ রবিবার (২৫ অক্টোবর) করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ২৭ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ৬৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৮ হাজার ৫৬৭ জনের।
ভারতের পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।
Development by: webnewsdesign.com