খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ২৪ নভেম্বর

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ | ৪:৪৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি ২৪ নভেম্বর
বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
apps

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানির দিন পেছানো হয়েছে। আগামী ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময়ের আবেদন করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ৫জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করেন।

Development by: webnewsdesign.com