ঢাকা ৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের এজেন্ট ও ভোটারদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৭ অক্টোর) সকাল ৯ টায় ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৭০ নং ওয়ার্ডে ১৮৫ নং কেন্দ্র (আমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) এবং দেল্লা থেকে বিএনপির সকল পোলিং এজেন্টদের পুলিশের সামনেই আওয়ামী লীগের কর্মীরা বের করে দিয়েছে।
আরও অনেক কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
Development by: webnewsdesign.com