বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১০ লাখ ৯০ হাজারের বেশি। আর শনাক্ত ৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৮ লাখের বেশি মানুষ।
বুধবার (১৪ অক্টোবর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছেন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ২০ হাজার ৮৭৩ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
ভারতে একদিনে ৭শ ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ১০ হাজারের বেশি। ভারতে মোট শনাক্ত ৭২ লাখ ৩৭ হাজারের বেশি।
Development by: webnewsdesign.com