ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭০ হাজার, মৃত্যু ৯৬৪

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ২:৪৫ অপরাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭০ হাজার, মৃত্যু ৯৬৪
apps

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭০ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৯ লাখ।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত একদিনে ৭০ হাজার ৪৯৬ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ৬ হাজার ১৫১ জনে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ৯৬৪ জনসহ মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৪৯০ জনের।

করোনার বৈশ্বিক তালিকায় আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, আর মৃত্যুতে তৃতীয়। আক্রান্তে তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র; আর মৃত্যুতে ভারতের ওপরে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

Development by: webnewsdesign.com