দেশ ব্যাপী নারী ও শিশু ধর্ষণের পাশপাশি বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবিতে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকরা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। তাদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে। আমরা ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার সম্পন্নের দাবিতে আইনি নোটিশ দিয়েছি।
Development by: webnewsdesign.com