স্মার্টফোন থেকে প্রয়োজনীয় তথ্য চুরির অভিযোগে প্লে স্টোর থেকে ৩৪টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল। এই অ্যাপগুলো জোকার ম্যালওয়ার দ্বারা আক্রান্ত বলে গুগল কারণ হিসেবে দেখিয়েছে ।
জোকার ম্যালওয়্যারটি নতুন নয়, তবে ইদানীং অ্যান্ড্রয়েড অ্যাপ কোম্পানির কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কোডের মাধ্যমে এটিকে শনাক্ত করা খুব কঠিন। এ ছাড়া এই জাতীয় ম্যালওয়্যার গুগলের সুরক্ষা স্ক্যানকে বাইপাস করতে এবং ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করতে ‘ড্রপার’ নামে একটি আলাদা কৌশল ব্যবহার করে।
যেসব অ্যাপ গুলিকে মুছে ফেলা হয়েছে:
১) All Good PDF Scanner
২) Mint Leaf Message-Your Private Message
৩) Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
৪) Tangram App Lock
৫) Direct Messenger
৬) Private SMS
৭) One Sentence Translator – Multifunctional Translator
৮) Style Photo Collage
৯) Meticulous Scanner
১০) Desire Translate
১১) Talent Photo Editor – Blur focus
১২) Care Message
১৩) Part Message
১৪) Paper Doc Scanner
১৫) Blue Scanner
১৬) Hummingbird PDF Converter – Photo to PDF
১৭) All Good PDF Scanner
১৮) com.imagecompress.android
১৯) com.relax.relaxation.androidsms
২০) com.file.recovefiles
২১) com.training.memorygame
২২) Push Message- Texting & SMS
২৩) Fingertip GameBox
২৪) com.contact.withme.texts
২৫) com.cheery.message.sendsms (two different instances)
২৬) com.LPlocker.lockapps
২৭) Safety AppLock
২৮) Emoji Wallpaper
২৯) com.hmvoice.friendsms
৩০) com.peason.lovinglovemessage
৩১) com.remindme.alram
৩২) Convenient Scanner 2
৩৩) Separate Doc Scanner
সূত্র: জিনিউজ।
Development by: webnewsdesign.com