নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে অটোপাস..!

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ১০:২৮ পূর্বাহ্ণ

নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান না খোলা গেলে অটোপাস..!
apps

করোনা পরিস্থিতির কারণে স্কুল বন্ধ থাকার ফলে স্কুলগুলোতে মূল্যায়ন পরীক্ষা না নেয়া গেলে অটোপাসের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলতে যেয়ে এমনটা জানান তিনি। তবে নভেম্বরে স্কুল খোলা হলে সংশোধিত পাঠ্যক্রমে পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

প্রাথমিক শিক্ষা সচিব বলেন, কোভিড পরিস্থিতির কারনে স্কুল বন্ধ রাখতে হচ্ছে। সে কারনে মূল্যায়ন বা স্কুলে স্কুলে পরীক্ষা নেয়া যাবে কিনা এ নিয়ে আশঙ্কা আছে। যদি নভেম্বরেও না খোলা যায় তাহলে পরবর্তী ক্লাসে উন্নীত বা অটোপাসের দিকেই যেতে হবে। আর যদি নভেম্বরে স্কুল খোলা যায় তাহলে সংশোধিত পাঠ্যক্রমে মূল্যায়ন পরীক্ষা হবে।

Development by: webnewsdesign.com