গ্ল্যান্ডের থেকে অতিরিক্ত তেল বেরোনোর কারণে ত্বকে ব্রণ হয়। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে দূর করতে পারেন ব্রণ ও ব্রণের দাগ।
আপনি জানেন কী– ত্বকে কী ব্যবহার করবেন। আসুন জেনে নিই ত্বকে কী ব্যবহার করবেন-
ব্রণ ও ব্রণের দাগ দূর করতে করণীয়-
১. ২ টেবিল চামচ টকদই ও ২ চা চামচ মধুর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বক ব্রণমুক্ত রাখবে।
২. নিমপাতার গুঁড়া গোলাপজলের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
৩. অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পরে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেখক:
স্বত্বাধিকারী
নূপুর বিউটি পার্লার
বালুঘাট বাজার, ঢাকা-ক্যান্ট।
Development by: webnewsdesign.com