দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে আরো ৩২ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ হাজার ২৫১ জনে দাঁড়িয়েছে। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৯ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Development by: webnewsdesign.com