বৈধতা সঙ্কটের কারণে সরকার নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করছে: আ স ম রব

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫৮ অপরাহ্ণ

বৈধতা সঙ্কটের কারণে সরকার নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করছে: আ স ম রব
apps

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন বৈধতা সঙ্কটের কারণে সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আত্মমর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে পারছেনা। বরং জাতীয় স্বার্থ ক্ষুন্ন করে রাষ্ট্রীয় ক্ষমতাকে সংহত করার জন্য আপস সমঝোতা এবং নতজানু পররাষ্ট্র নীতি অনুসরণ করছে। নির্বাচনবিহীন সরকারের দুর্বলতার কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের প্রশ্নে এমন সব বর্ণনা উত্থাপন করা হয় যা আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার বহির্ভূত। এতে রাষ্ট্রের আত্মমর্যাদাকে ক্ষুন্ন করা হচ্ছে। বিপুল আত্মদানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রের মর্যাদা বিপন্ন করার অধিকার জনগণ কাউকে দেয়নি।

শনিবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির ভাষণ দানকালে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

সভায় আ স ম‌ রব আরো বলেন করোনা ভয়াবহতা মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অক্ষমতা উম্মোচিত হয়ে রাষ্ট্রের দেউলিয়াত্ব প্রকাশিত হয়ে পড়েছে।

তিনি বলেন, সারাদেশে দুর্নীতি, নিপীড়ন ও অপশাসন যা সংঘটিত হচ্ছে তার সবকিছুতেই সরকার দলীয় লোক জড়িত। । সুতরাং সরকার দুর্নীতি অপশাসন দূর করার সক্ষমতা হারিয়ে ফেলেছে। অপশাসনের ভয়ঙ্কর সংস্কৃতি বিস্তারের কারণে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নির্মম শিকার হয়েছেন মেজর সিনহা। অপশাসন ও দুর্নীতিপথেকে মুক্তির লক্ষ্যে গণবিরোধী এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং উপনিবেশিক শাসন ব্যবস্থার বিলোপ করে জনগণের অংশগ্রহণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে।

জেএসডি একমাত্র রাজনৈতিক দল যারা দেশের কাঠামোগত পরিবর্তনের জন্য শাসনতান্ত্রিক প্রস্তাবনা সম্বলিত ১০ দফা ও ১৪ দফা নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

সভায় দলের সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার করোনা কালীন সময়ে দলের রাজনীতি ও সাংগঠনিক বিষয় উপস্থাপন করেন এবং দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ভার্চুয়াল সভা পরিচালনা করেন।

এ সভায় আরো বক্তব্য রাখেন তৌহিদ হোসেন, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আমিন উদ্দিন বিএসসি, মতিউর রহমান মতি, আমির উদ্দিন মাস্টার, এ্যাড. তৈমুর রেজা শাহজাদ ভুঁইয়া, ব্যারিস্টার ফারাহ খান, সৈয়দ বিপ্লব আজাদ, সরোয়ার আজম আরজু ও লুৎফুর রহমান প্রমুখ।

Development by: webnewsdesign.com