শীঘ্রই হেফাজত ইসলামের সন্মেলন, বিকালে শুরা বৈঠক

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:১৬ অপরাহ্ণ

শীঘ্রই হেফাজত ইসলামের সন্মেলন, বিকালে শুরা বৈঠক
apps

খুব শীঘ্রই হেফাজতে ইসলাম বাংলাদেশের সন্মেলন হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লাম জুনায়েদ বাবুনগরী। পাশাপাশি আজ (শনিবার) আছর নামাজের পর শুরা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ হাটহাজারী মাদ্রাসার মসজিদের মাইকে এই ঘোষণা দিয়েছেন বাবুনগরী।

ঘোষণায় তিনি বলেন, আল্লামা শফী হুজুর আমাদের মুরুব্বি। আমরা উনার জন্য দোয়া করছি। আর আপনারা জানেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। আল্লামা শফী হুজুরের মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদটি শূন্য হয়ে যায়। আমরা হুজুরের (আল্লামা শফী) জানাজা-দাফন শেষ করে দ্রুত সময়ের মধ্যে হেফাজতে ইসলামের সম্মেলন ডাক দিবো। সম্মেলনে আমরা সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলামের আমির নির্বাচন করবো।

উল্লেখ্য, গত ২০১০ সালের ১৯শে জানুয়ারি দারুল উলুম হাটহাজারী মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করা হয়। আহমদ শফী এর প্রতিষ্ঠাতা আমির মনোনীত হন।

Development by: webnewsdesign.com