ভ্যাকসিনের অপেক্ষায় করোনাভাইরসে-জর্জরিত ভারত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৩:৫৬ অপরাহ্ণ

ভ্যাকসিনের অপেক্ষায় করোনাভাইরসে-জর্জরিত ভারত
apps

ভারত জুড়ে এখন শুধুই করোনা সংক্রমণের খবর সংবাদমাধ্যমের শিরোনামে। বিশ্বের প্রধান সংক্রমণের দেশ এই ভারতের মানুষ এখন প্রত্যাশা করছেন কাঙ্খিত ভ্যাকসিনের। এরই মধ্যে রাশিয়া জানিয়ে দিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন চলতি বছরের শেষ দিকে ভারতকে তারা দিতে পারে। ১৩৫ কোটি মানুষের দেশ ভারত। যে পরিমাণ ভ্যাকসিন দিতে চায় রাশিয়া, তাতে কী সম্ভব সেই এই বিশাল চাহিদা মেটানো?

আশার কথা হচ্ছে, ভারতের সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড পরীক্ষার আবার অনুমোদন পেয়েছে। অক্সফোর্ডের সঙ্গে যৌথভাবে ভারতের ১৪ টি গবেষণা কেন্দ্রে দ্বিতীয় পর্ব-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগের কাজ চলছিল কোভিশিল্ডের কিন্তু অক্সফোর্ডের এই গবেষণায় একজন অসুস্থ হওয়া সেটা বন্ধ হয়ে যায়।

তবে সেখানে আবারও নতুন করে শুরু করেছে এই পরীক্ষামূলক প্রয়োগ, তাই ভারতের সহযোগী সিরামেও অনুমোদন এই গবেষণার অনুমোদন দিয়েছে মোদী সরকার।

এদিকে, রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিনটি ভারতের বাজারজাত করতে ভারতীয় সংস্থা রেড্ডিজ ল্যাবের সঙ্গ চুক্তিবদ্ধ হতে চলেছে রাশিয়া। চুক্তি অনুযায়ী, দশ কোটি ডোজ ভ্যাকসিন পাবে ভারত। তবে ডিসেম্বরের মধ্যে দেওয়া হতে পারে ৩ কোটি ডোজ। বাকিটা পর্যায়ক্রমে পাবে দেশটি।

১৩৫ কোটি মানুষের দেশ ভারত। ফলে ৩ বা ১০ কোটি ডোজ পেলে বাকি মানুষ, যারা এই প্রত্যাশিত ভ্যাকসিনের জন্য মুখিয়ে রয়েছেন; তারা কী করবেন। করোনা সংকটের মতোই এই ভ্যাকসিনের চাহিদা মেটাতে সরকারকেও বড় সংকটের মুখোমুখি হতে হবে মনে করছেন সাধারণ মানুষ।

বায়োটেক এবং আইসিএমআর ভারতের রাষ্ট্রায়ত্ব সংস্থার পক্ষ থেকে করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক ইতিবাচকভাবে এগুচ্ছে। কিন্তু দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সেই ভ্যাকসিন পেতে ভারতবাসীকে আগামী বছর মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Development by: webnewsdesign.com