পশ্চিমবঙ্গের অন্যতম কথাসাহিত্যিক, প্রচ্ছদশিল্পী ও চলচ্চিত্রনির্মাতা পূর্ণেন্দু পত্রী। তাঁর অনন্য সাহিত্যকর্ম কথোপকথন সিরিজের কবিতাসমূহ। কথোপকথন’ শিরোনামের কবিতাগুলো কবিকে সর্বাধিক পরিচিত করেছে বাংলা ভাষাভাষী সকল পাঠকের কাছে। ’শুভঙ্কর’ আর ‘নন্দীনি’-র কথোপকথনের মাঝে অনায়াসে চিত্রিত হয়েছে আমাদের টুকরো টুকরো জীবন।
সেই টুকরো জীবনকে ফ্রেমে ধারণ করার দুঃসাহসিক প্রয়াস নিয়েছেন মনন নামের একটি প্ল্যাটফর্ম।
তারা ধারাবাহিকভাবে বেশ কিছু কথোপকথন চিত্রায়িত করে অবমুক্ত করবে অনলাইনপ্ল্যাটফর্মে। এরই মধ্যে তিনটি পর্ব চিত্রায়িত করা হয়েছে। এতে শুভঙ্কর ও নন্দীনি চরিত্র রূপায়ণ করেছেন রাগীব রহমান, তানজিলা মীম, উজ্জয়ীনী উৎসা। পর্বগুলো নির্মাণ করেছেন হাসিব রহমান। নির্মাতা বলেন, বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যকর্মকে ভিজ্যুয়ালে রূপান্তর করার ইচ্ছাটা ভালো লাগা থেকে। ভবিষ্যতেও এমন জনপ্রিয় সাহিত্যকর্ম নিয়ে আরও কাজ করার ইচ্ছা আছে, সে লক্ষ্যেই আমরা অগ্রসর হচ্ছি।
কথপোকথন ছাড়াও নাটকসহ বেশকিছু ভিজ্যুয়াল প্রোজেক্ট নিয়ে কাজ করছে মনন টিম।
Development by: webnewsdesign.com