করোনা ভাইরাসের হটস্পট এখন ভারত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ১:১১ অপরাহ্ণ

করোনা ভাইরাসের হটস্পট এখন ভারত
apps

মহামারি করোনা ভাইরাসের নতুন হটস্পট এখন ভারত। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে এই দেশটিতেই। ৮০ হাজার ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৭০ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ রোগে মোট মারা গেছেন ৮০ হাজার ৭৩৭ জন। ভারতের টাইমস অব ইন্ডিয়ার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। ভারতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় ভারত। তবে সুস্থতায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ার দেশটি। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

Development by: webnewsdesign.com