আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামে শেকৃবি’র প্রশাসনিক ভবন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ | ২:০৭ অপরাহ্ণ

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নামে শেকৃবি’র প্রশাসনিক ভবন
apps

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আদিরূপ বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম’র নামে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনটির নামকরণ করা হয়েছে।

জানা যায়, গত রবিবার শেকৃবি’র প্রশাসনিক ভবনের মূল ফটকের ওপরে ‘প্রশাসনিক ভবন’ সম্বলিত পূর্বের ডিজিটাল ব্যানার সরিয়ে একই জায়গায় ‘আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবন’ সম্বলিত একটি ডিজিটাল ব্যনার স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিনটি পদই শূন্য থাকায় রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের কাছে নামকরণের এ পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গত মাসের ১১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংয়ে এটি অনুমোদিত।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ‘লাস্ট সিন্ডিকেট মিটিংয়ে তারা এটা পাস করিয়ে নিয়েছেন। সেদিনই ভিসি স্যার (ড. কামাল উদ্দিন আহাম্মদ তখনও ভিসি) আমাকে নাম ঠিক করে দিয়ে জরুরী ভিত্তিতে লাগানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসেসিং করতে সময় লেগেছে। আপাতত নিচের ব্যানারটাই লাগানো হয়েছে, বিল্ডিংয়ের ওপরে কয়েকদিন পর এলইডি লাইট সম্বলিত আরেকটি নামফলক স্থাপন হবে।’

Development by: webnewsdesign.com