বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। এজন্য বিএনপির পক্ষ থেকে আদালতে তার জামিন চাওয়া হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করায় আমরা আশাহত।
আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের রামু সীমা মহাবিহার সংলগ্ন মেরংলোয়া মাঠে একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের-এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বৃহস্পতিবারও সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনা চিকিৎসায় বেগম জিয়ার অবস্থা শোচনীয় পর্যায়ে নেওয়ার চক্রান্ত চলছে। সরকার এ জন্য আদালতকে ব্যবহার করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের দাঙ্গা আমাদের দেশে আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা আশা করি ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল প্রমুখ। এর আগে মির্জা ফখরুল প্রয়াত সত্যপ্রিয়’র মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
Development by: webnewsdesign.com