আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করতে বললেন :বিএনপির যুগ্ম-মহাসচিব

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৩৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করতে বললেন :বিএনপির যুগ্ম-মহাসচিব
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
apps

বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে উদ্দেশে বলেছেন, এখন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তাদের দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের প্রধান এবং অন্যান্য নেতারা বলতেন না আওয়ামী লীগে জামাত-শিবির ও রাজাকারের সন্তানেরা ঢুকে পড়েছে, সুবিধাবাদীরা ঢুকে পড়েছে। এতই যদি বুঝেন তাহলে আওয়ামী লীগের ডিএনএ টেস্ট করেন।আজ শ‌নিবার জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তির দা‌বি‌তে এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ডিএনএ টেস্ট করে দেখেন আপনি ছাড়া সত্যিকারের আওয়ামী লীগ আছে কি না। কারণ আপনি আওয়ামী লীগের প্রধান। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছেন- শেখ মুজিবের মৃত্যুর সময় তিনি কাউকে পাশে পান নাই। পুলিশ, রক্ষীবাহিনী এবং দলের নেতাকর্মীও না।আলাল বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আদালত থেকে শুরু করে যেখানে যা করা প্রয়োজন তা করার জন্য আমরা শপথে বলিয়ান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।তিনি আরো বলেন, একই কথা বলতে বলতে এখন আর ভালো লাগে না। এখন কাজ করে কিছু দেখানো উচিত সবার। সেই কাজের প্রচেষ্টায় আমরা মাঠে রয়েছি, ঘরে রয়েছি, টকশোতে রয়েছি, রাস্তায় যেকোনো সময়ে রয়েছি, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।তিনি বলেন, ঠুনকো অজুহাতে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে। আর বেসিক ব্যাংকের বাচ্চুকে জুয়ার বোর্ডে বানিয়েছেন কাচ্চু। বাচ্চুকে কাচ্চু বানিয়ে তাকে ধরা হচ্ছে না। দুদকও তাকে ডাকার সাহস পাচ্ছে না। অথচ বেসিক ব্যাংকের কেলেঙ্কারি বাংলাদেশের মানুষের মুখে মুখে।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সাদস্য বিলকিস ইসলাম, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Development by: webnewsdesign.com