মুমিনুলদের বাজে ফর্মে দেখছে জিম্বাবুয়ে

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ

মুমিনুলদের বাজে ফর্মে দেখছে জিম্বাবুয়ে
apps

ঘরে-বাইরে টানা ৬ টেস্ট হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে পাঁচটিই ইনিংস ব্যবধানে। মুমিনুল হকদের বাজে ফর্মে নিজেদের সুযোগ দেখছে জিম্বাবুয়ে। ২২শে ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলায় একমাত্র টেস্টে মাঠে নামবে দু’দল। এ ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে চায় সফরকারীরা।গতকাল বিকালে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলে তারা। দুই ম্যাচ সিরিজে দারুণ লড়াই করে ১-০তে হারে ব্রেন্ডন টেইলর-শন উইলিয়ামসরা। বাংলাদেশে আসার পর সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান টেইলর বলেন, ‘দেশে তারা ভালোই খেলে।এটা তাদের স্বস্তির জায়গা। তবে সাকিব না থাকায় ব্যাটিং অলরাউন্ডারের জায়গায় তাদের একটা ঘাটতি আছে। অবশ্য এছাড়াও অনেক অভিজ্ঞরাও আছে। তামিম ফিরেছে, মুশফিক আছে। হ্যাঁ আমাদের জন্য ভালো সুযোগ, আবার আমরাও জার্ভিসকে পাচ্ছি না। কিন্তু কিছু তরুণ নিয়ে এসেছে যারা সামর্থ্যের প্রমাণ দিতে তৈরি। স্বাগতিকদের কঠিন সময় দিতে প্রস্তুত আছে সবাই।’
সবশেষ ২০১৮তে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে জিম্বাবুয়ে। ২ ম্যাচে ১-১ সমতায় শেষ করে তারা। টেইলর বলেন, ‘সিলেটে জিতেছিলাম। তবে টসটা খুব গুরুত্বপূর্ণ। শেষ ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়। আর বাংলাদেশের ব্যাপারে যেটা বলবো, পাকিস্তানের সঙ্গে হারার পর শক্তভাবে ফিরতে চাইবে তারা।

এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টিও খেলবে জিম্বাবুয়ে। ১লা মার্চ সিলেটে গড়াবে প্রথম ওয়ানডে। ৩ ও ৬ই মার্চ অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে। আর ৯ ও ১১ই মার্চ মিরপুরে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

Development by: webnewsdesign.com