বড়লেখায় ধরা পড়লো মেছো বাঘ

রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯ | ১১:৪১ পূর্বাহ্ণ

বড়লেখায় ধরা পড়লো মেছো বাঘ
apps

মস্তফা উদ্দীন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের দণি লঘাটি গ্রামে ধরা পড়েছে প্রায় ২ ফুট লম্বা একটি মেছো বাঘ।
৮ ডিসেম্বর রোববার সকালে দণি লঘাটি গ্রামের অনাদি দাসের বাড়িতে হাঁস খেতে আসলে বাঘটি আটক করে বাড়ির লোকজন। সকালে আশেপাশের গ্রামের লোকজন বাঘটি দেখতে বাড়িতে ভীড় জমায়।
অনাদি দাসের বড় ভাই রসেন্দ্র দাস জানিয়েছেন,রোববার ভোর বেলা বসত ঘরের বাহিরে থাকা হাঁস-মুরুগের ঘরে শব্দ পেয়ে বাহিরে এসে টর্চ লাইট জ্বালিয়ে দেখেন মেছো বাঘটি ঘরের ভেতরে হাঁস খাচ্ছে। এসময় বাড়ির লোকজন ডেকে এনে বাহির থেকে দরজা বন্ধ করে দেন।
পরে পুলিশকে খবর দিলে তাঁরা এসে বাঘটিকে নিরাপত্তা দেন। পরে বড়লেখা রেঞ্জ কমর্কতা (সহযোগী) সেখর রঞ্জন দাস ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে নিয়ে আসার জন্য খাচার ব্যবস্হা করেছেন।
তিনি জানান, বাঘটি প্রায় ২ ফুট লম্বা ও প্রস্থে ১ফুট সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। তাঁর মুখ ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। এরপর সংরতি বনাঞ্চলে বাঘটি ছেড়ে দেয়া হবে

Development by: webnewsdesign.com