একটি শিশু। বয়স মাত্র পাঁচ বছর। বলতে গেলে প্রায় দুধের শিশু। মাদরাসায় ভর্তি হয়েছে, মা- বাবার আশা ছেলেকে কুরআনের হাফেজ বানাবেন, তাই হিফজ বিভাগেই দিয়েছেন। শিশুটি এখনো আরবী হরফ ভালোকরে শিখেনি। হিফজ ই তার প্রাথমিক ক্লাস। থাকা খাওয়া সবকিছু আবাসিক। এতোটুকু বাচ্চা মা বাবা ছাড়া ভিন্ন পরিবেশে দিব্যি অবস্থান করছে। মাঝে মাঝে আনমনাও হয়।
এমন ছোট ছেলেকে এভাবে আবাসিক মাদরাসায় দিয়ে দিলো কিভাবে? কী উদ্দেশ্যে? তাকে ছাড়া বাবা মা ই বা থাকছে কিভাবে?
বুঝলাম আল্লাহ পাওয়ার আশায় আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন, তাই বলে এটাই কি আল্লাহর রাস্তায় দেওয়ার বয়স? এই ছোট শিশুটিকে মায়ের কোলে রেখেও তো আরবী হরফ শিখানো যেতো! নাযারা পড়িয়ে আবাসিক মাদরাসায় দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতো?
একটি শিশুকে এতো কম বয়সে মা বাবা, ভাইবোন, আত্মীয়- স্বজন থেকে দূরে থাকতে বাধ্য করে কী শিক্ষা দিচ্ছেন তাকে?
এই শিশু বড় হয়ে মা বাবার মূল্য কতটুকু বুঝবে? ভাইবোনের মায়া কতটুকু অনুভব করবে? আত্মীয় স্বজন কে কতটুকু সম্মান করবে?
”আহ! আমি এর বিপরীত বুঝলাম না কেনো, তাহলে তো শিশুটির মা বাবার চিন্তা ধারার সাথে আমার অমিল হতো না”
নুরুজ্জামান মুরাদ লেখক
Development by: webnewsdesign.com