আমদানি করা ফোনের তুলনায় ৩১ হাজার টাকা কম খরচে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা
কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের অত্যাধুনিক ফিচার সম্বলিত ফোন স্যামসাং গ্যালাক্সি নোট ১০+ এখন তৈরি হচ্ছে বাংলাদেশে। ফলে একই মডেলের আমদানি করা ফোনের তুলনায় ৩১ হাজার টাকা কম খরচে ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স এর আগে ফোনটি আমদানি করতো। বাইরে থেকে আনা একেকটি ফোনের দাম পড়ত ১ লাখ ৪৪ হাজার টাকা।
তবে এখন থেকে এই মডেলের ফোন নিজস্ব কারখানায় উৎপাদিত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন। ফলে একেকটি ফোনের দাম কমে নেমে আসবে ১ লাখ ১৩ হাজারে।
মেসবাহ জানান, প্রথম চালানে তারা ১৫০০ টি ফোন তৈরি করে গত বছরের ২৮ ডিসেম্বর বাজারে ছেড়েছেন। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
গত বছর নোট ১০+ বাজারে ছেড়েছিল স্যামসাং।
Development by: webnewsdesign.com