অলিম্পিক গেমস বাতিলের গুজব প্রত্যাখ্যান জাপানের

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ

অলিম্পিক গেমস বাতিলের গুজব প্রত্যাখ্যান জাপানের
apps

করোনা ভাইরাসের প্রভাবে জাপানের রাজধানী টোকিওতে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক বাতিল হবে বলে অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু এ গুজবকে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

গত সোমবার পার্লামেন্টারি কমিটিতে আবে বলেন, আমরা যথাযথ পদক্ষেপ নেবো, যাতে অলিম্পিক গেমসের প্রস্তুতিকে প্রভাবিত না করে তা ঠিকমতো এগিয়ে চলে।

তিনি আরো বলেন, সরকার এ বিষয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। জাপানে এবার অলিম্পিক গেমস শুরু হওয়ার কথা ২৪ জুলাই।

 

 

 

 

এদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে আলোচনার একটি রিপোর্ট প্রকাশ করে জার্মান একটি সংবাদ মাধ্যম। তারপরই অলিম্পিক গেমস বাতিলের গুজব ছড়াতে থাকে।

Development by: webnewsdesign.com