শেয়ারবাজারে গ্রামীণফোনের দরপতন

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৪৪ অপরাহ্ণ

শেয়ারবাজারে গ্রামীণফোনের দরপতন
apps

 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বকেয়া নিয়ে চলামান দ্বন্দ্বের মধ্যেই গ্রামীণফোনের শেয়ারবাজরে বড় দরপতন হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের শেয়ার দাম ১৫ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯৫ শতাংশ বাড়ে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বাড়ার ফলে ডিএসইর প্রধান মূল্য সূচক বাড়ে ৩২ দশমিক ২৮ পয়েন্ট।

সূচক বাড়াতে এমন বড় ভূমিকা রাখার পরের কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের চিত্র সম্পূর্ণ বদলে গেছে। সোমবার কোম্পানিটি শেয়ারবাজারের মূল্য সূচক বাড়াতে অগ্রণী ভূমিকা পালন করে, সেই কোম্পানিটিই মঙ্গলবার সূচক পতনে সব থেকে বড় ভূমিকা রাখে।

সূচকে নেতিবাচক প্রভাব ফেলার দিক থেকে গ্রামীণফোনের পরেই রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। এ কোম্পানিটির দাম কমায় ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৪ দশমিক ২২ পয়েন্ট।

Development by: webnewsdesign.com