সাড়ে তিনশোর কাছাকাছি লক্ষ্যমাত্রা দিয়েও ম্যাচ জিততে ব্যর্থ ভারতীয় দল। ব্যাটসম্যানদের গড়ে দেয়া মঞ্চে আস্থা হয়ে উঠতে পারলেন না ভারতীয় বোলাররা। সিরিজের প্রথম ওয়ান-ডে ম্যাচে কিউইরা ব্যাটসম্যানদের কাছে অসহায় আত্মসমর্পণ শামি, শার্দুল, কুলদীপদের।
টি-২০ সিরিজে হোয়াইট ওয়াশ হয়েও মনোবল হারায়নি নিউজিল্যান্ড। বরং কেন উইলিয়ামসনহীন ব্যাটিং লাইন আপের দাপুটে পারফরম্যান্সে ভর করে কোহলিদের ৪ উইকেটে হারিয়ে তিনম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। অপরাজিত শতরানে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিলেন অভিজ্ঞ রস টেলর। যোগ্য সঙ্গত হেনরি নিকোলস, অধিনায়ক টম ল্যাথামের।
সেডন পার্কে টস জিতে এদিন সফরকারী দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কিউইরা অধিনায়ক টম ল্যাথাম।
অধিনায়ক বিরাট কোহলির অর্ধ-শতরান (৫১), শ্রেয়সের অভিষেক শতরান (১০৩), কেএল রাহুলের মারকাটারি অপরাজিত ৮৮ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ভারত।
জবাব দিতে নেমে অভিজ্ঞ রস টেইলরের অপরাজিত ১০৯ রানের সুবাদে ১১ বল হাতে রেখেই জয় পায় কিউইরা। টেইলর ৮৪ বলে ৪টি ছয় ও ১০টি চারে সাজান তার ইনিংসটি। এছাড়া হেনরি নিকোলস ৮২ বলে ৭৮ এবং টম ল্যাথাম ৪৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।
Development by: webnewsdesign.com