বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ মাহমুদুল্লাহ রিয়াদের শুভ জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের দিনে (৪ ফেব্রুয়ারি) জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মদিনে এই ক্রিকেটযোদ্ধাকে শুভেচ্ছা।
মাহমুদুল্লাহ রিয়াদ ১৮৫ ম্যাচের ওডিআই ক্যারিয়ারে করেছেন ৩ হাজার ৯৯৪ রান। তিনটি শতকসহ ২১টি অর্ধশতক রয়েছে তার এ রান ভাণ্ডারে। ব্যাটিং গড় ৩৩.৮৪। উইকেট পেয়েছেন ৭৬টি। ৮৫ টি-টোয়েন্টি খেলে করেছেন এক হাজার ৪৬১ রান করেছেন। উইকেট পেয়েছেন ৩১টি। আর টেস্টে ৪৮ ম্যাচে ৩২ এর উপরে গড়ে রান করেছেন দুই হাজার ৭৩৯। উইকেট শিকার করেন ৪৩টি।
জন্মদিনের দিনে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে আরো একটি সাফল্য যোগ করবেন রিয়াদ, এমন প্রত্যাশাই তার ভক্তদের।
বিশ্বকাপে প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান তিনি।
২০১৫ সাল, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ১ম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ছুলেন ৩ অংকের কোটা। ট্রেডমার্ক হয়ে গিয়েছিলো তার উদযাপনটি। শুধু কি একবার, এর আগে ৪ বিশ্বকাপ খেলেও যেখানে শতকের দেখা পায়নি কোন টাইগার ক্রিকেটার, সেখানে ৪ দিনের ব্যবধানে দুই বার সেঞ্চুরি তুলে নিয়েছিলেন দ্যা গ্ল্যাডিয়েটর।
দেশের হয়ে প্রায় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে যাওয়া রিয়াদ ২০১৪ সালে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে দশম বাংলাদেশি হিসেবে শততম ওডিআই খেলেন।
Development by: webnewsdesign.com