নিউজিল্যান্ডের বিরুদ্ধে বে ওভালের মাঠে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটাতেও ভারতের জয়লাভ। আর এর মধ্যদিয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ‘ম্যান ইন ব্লু’ অধিনায়ক বিরাট কোহলি।রোববার (২ ফেব্রুয়ারি) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে কিউইদের তাদেরই মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ করার কীর্তি গড়লো টিম ইন্ডিয়া। আর ৫-০ ব্যবধানে জিতে নেয়া এই সিরিজে অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দলীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব এখন তার দখলে।রেকর্ড বলছে এ যাবত ১৫টি টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দিয়ে কোহলি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছেন ১০টি। আর এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটা নিজের করে রেখেছিলেন ডু প্লেসিস। ১৫টি সিরিজের মধ্যে ৯টি জিতেছিলেন তিনি। সেরা পাঁচের এই তালিকায় সবার শেষের নামটিও এক ভারতীয় অধিনায়কের। তিনি মহেন্দ্র সিং ধোনি। ৫-০ তে সিরিজ জয়ে একটি দলীয় রেকর্ডও গড়া হয়েছে টিম ইন্ডিয়ার। দ্বিপক্ষীয় সিরিজে কোনও দলের ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার নজির নেই সংক্ষিপ্ত সংস্করণে। বিরাট কোহলির ভারত গড়েছে সেই রেকর্ডটিও।
• এক নজরে দেখে নিন সর্বোচ্চ টি-টোয়েন্টি সিরিজ জেতা অধিনায়কদের তালিকাটি
১. বিরাট কোহলি ১০টি
২. ফাফ ডু প্লেসিস ৯টি
৩. ইয়ন মরগান ৭টি
৪. ড্যারেন স্যামি ৬টি
৫. মহেন্দ্র সিং ধোনি ৫টি
Development by: webnewsdesign.com