সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সেলিম ঠাকুর ও নুর আলম

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ৪:৪৩ অপরাহ্ণ

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সেলিম ঠাকুর ও নুর আলম
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন-২০২৫ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন। এদের মধ্যে একজন হলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম আজহারুল ইসলাম ঠাকুর ও অপরজন হলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম।

সরাইল উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন কমিটির আহবায়ক কমিটির সদস্য ও সরাইল উপজেলার সাবেক শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর (বিএ বিএড) ইতিপূর্বে সরাইল উপজেলা কেন্দ্রীয় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর সহসভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সবুজ সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বও সফলতার সাথে পালন করেছেন। এবার সভাপতি পদে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এ ব্যপারে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ দিকে নির্বাচনে সভাপতি পদে অপর প্রার্থী সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম মিয়া রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সামাজিক জনহিতকর নানা কর্মকান্ডে ইতিমধ্যেই যুব সমাজের প্রিয় ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি অর্জন করেছেন। খেলাধূলা আয়োজন ও সামাজিক সেবামূলক নানা কর্মকান্ডে নিজেকে তিনি তুলে ধরছেন। বিগত সরকারের দু:শাসনের সময় রাজপথে থেকে সাহসি ভূমিকা পালন ও আন্দোলন সংগ্রামে করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতন ভোগ করে নিজেকে যুবদলের রাজনীতিতে তিনি শক্তভিত্তির উপর দাঁড় করিয়েছেন। আসন্ন এই নির্বাচনে নির্বাচিত হওয়ার প্রত্যাশা করছেন। এ ব্যপারে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ ব্যাপারে সরাইল বিআরডিবি’র আরডিও মো. মাসুদ রানা বলেন, নির্বাচন অনুষ্ঠানের সকল কাজ আপাতত সম্পন্ন। নির্বাচনে মোট ভোটার ১৪৯ জন। আগামী ১০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Development by: webnewsdesign.com