বাগেরহাটে স্কুল শিক্ষকের দোকান দখল, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | ৪:০৩ অপরাহ্ণ

বাগেরহাটে স্কুল শিক্ষকের দোকান দখল, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ
apps

বাগেরহাটের রামপালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল শিক্ষকের দোকান দখল, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে। পুলিশ কর্মকর্তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকায় ।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক তালুকদার আলতাফ হোসেন (৫৯) প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন। স্কুল শিক্ষক তালুকদার আলতাফ হোসেন মুজিবনগর চর বাশঁতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং রামপাল উপজেলার গিলাতলা বাজারের মৃত নওশের আলী তালুদারের ছেলে। পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতা ইস্রাফিল বাহিনীর নেতৃত্বে দোকান দখল, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগে জানান।

অভিযোগে তালুকদার আলতাফ হোসেন জানান, গিলাতলা বাজারস্থ আমার পিতার ক্রয়কৃত ১৩ শতক সম্পত্তি আমরা সকল ভাই বোন সম্মলীত হয়ে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছি। পরবর্তীতে আমার মাতা ও বোনের অংশ ক্রয় করে তিনতলা ভবন নির্মান করে শান্তিপূর্নভাবে বসবাসসহ বসতবাড়ির সামনে কয়েকটি দোকান ঘর ভাড়াও দিয়েছি। আমার ভবনের পশ্চিম পার্শে আমার ছোট ভাই মোঃ রফিকুল হাওলাদার তার ভাগের অংশ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকের কাছে বিক্রি করে দেয়। গত ২৪ আগস্ট স্থানীয় বিএনপি নেতা শেখ মোঃ ইসরাফিল পুলিশ মহাপরিদর্শকের পরিচয় দিয়ে কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে আমার ভবনের সামনের দোকানের ভাড়াটিয়াদের দোকানঘর বন্ধ করে দেয়, বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে প্রবেশ পথ আটকে দেয়। বিষয়টি রামপাল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে ও অভিযুক্তদের থানায় আসতে বলে। কিন্তু ইসরাফিল ও তার লোকজন থানার নির্দেশ অমান্য করে তাদের কর্মকান্ড অব্যাহত রাখে। পরবর্তীতে ০১লা সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করা হলেও ইসরাফিল ও তার লোকজন তাও অমান্য করে। ১৫ সেপ্টেম্বর দোকান ঘর ভাংচুর, লুটপাট করে বাশ দিয়ে আটকিয়ে দেয় এবং আমাদের এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে ইসরাফিল ও তার লোকজন। এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতার ভুগছেন বলে জানান স্কুল শিক্ষক তালুকদার আলতাফ হোসেন ও তার পরিবার।

এ বিষয়ে সোমবার (২০ অক্টোবর) সকালে রামপালের নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী তালুকদার আলতাফ হোসেনের স্ত্রী আমিরুন্নেছা ও কন্যা ফারহানা জান্নাত। তারা নিজেদের সম্পত্তি ফিরে পেতে জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত ইস্রাফিল বলেন, আমরা কোন হামলা ,ভাংচুরের সাথে সম্পৃক্ত নই। শুধু বাশ দিয়ে শুধু সীমানা দিয়েছেন বলে জানান। পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন বলে জানান।

 

Development by: webnewsdesign.com