কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ

কাজিপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
apps

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন।

রবিবার (১৯ অক্টোবর ) সকালে উপজেলা কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া , উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাবৃন্দ।

কাজিপুর উপজেলায় যোগদান করা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেছেন।

এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি বরিশাল জেলার মুলাদি উপজেলার বাসিন্দা।

Development by: webnewsdesign.com