তামিমের ট্রিপল সেঞ্চুরি (বিসিএল)

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৩৯ অপরাহ্ণ

তামিমের ট্রিপল সেঞ্চুরি (বিসিএল)
apps

পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে ডাবল সেঞ্চুরির পর এবার ট্রিপল সেঞ্চুরি করলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চলমান বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে (বিসিএল) সেন্ট্রাল জোনের হয়ে এ সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি।

গতকাল শনিবার মিরপুর স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। শুরু থেকেই আক্রমণাত্নক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন তামিম। এর ফলে এদিন মধ্যাহ্নবিরতির আগেই ৭৬ বলে অর্ধশতক রান পূরণ করেন তিনি।মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত শতকের দিকে এগুতে থাকেন তামিম। ইনিংসের ৪৩তম ওভারে ১২৬ বলে ১৪ বাউন্ডারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম শতক তুলে নেন এই দেশ সেরা ওপেনার।সেঞ্চুরির পর আরো বড় সংগ্রহের দিকে এগুতে থাকেন তামিম। দ্বিতীয় দিন শেষে ২২২ রানে অপরাজিত থাকেন তিনি।

 

 

 

 

 

সেখান থেকে আজ রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করেন তামিম। শুরু থেকেই স্বভাবসুলভ ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন তিনি। এর ফলে ২৭৯ রান নিয়ে লাঞ্চে যান তামিম। বিরতি থেকে ফিরেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন এ বাঁ হাতি ব্যাটসম্যান। ৪০৭ বল খেলে ৩০০ রান করেন তিনি।এর আগে ২০০৭ সালে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। বরিশাল ডিভিশনের হয়ে সিলেট ডিভিশনের বিপক্ষে অপরাজিত ৩১৩ রান করেছিলেন তিনি।এদিকে তামিমের ব্যাটে ভর করে ইস্ট জোনের লিড ২০০ ছাড়িয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১১ রান।

Development by: webnewsdesign.com