আর্জেন্টিনা জাতীয় দলের স্ট্রাইকার হার্নান বার্কোসকে আনছে বসুন্ধরা কিংস। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
জানা গেছে, এএফসি কাপের জন্য একজন ভালো স্ট্রাইকার খুঁজছিল প্রিমিয়ার লিগের বর্তমান শিরোপাধারী বসুন্ধরা কিংস। এরই প্রেক্ষাপটে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে বেঁচে নেয় ক্লাবটি।
উল্লেখ্য, ২০১৩ সালে আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। এ ছাড়াও ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস , গ্রেমিও, ক্রুজেইরোর হয়ে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। তা ছাড়াও ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কুইটোর ও কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়ে খেলেছেন তিনি।
এমন হাই প্রোফাইলের একজন স্ট্রাইকার বসুন্ধরার জন্য আনতে পেরে তৃপ্ত দলটির সভাপতি। তিনি বলেন, ‘এএফসি কাপের জন্য আমরা এমন একজন স্ট্রাইকার খুঁজছিলাম যার ভালো পর্যায়ে খেলার অভিজ্ঞতা আছে। বার্কোসকে আমাদের মনে ধরেছে। সে পরশু ( মঙ্গলবার) দুপুরে ঢাকা পৌঁছে যাবে। তাঁর সঙ্গে এএফসি কাপ ও লিগের দ্বিতীয় পর্বের জন্য চুক্তি করা হবে।’
Development by: webnewsdesign.com