চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে খেলছেন তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির এই ক্রিকেটে দেড়শো রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার।
প্রথম ইনিংসে ২১৩ রান করে সেন্ট্রাল জোন। তাদের এ রানের জবাবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন তামিম। ওপেনিংয়ে পিনাক ঘোষের সাথে ৬২ রানের জুটি গড়েন তিনি। যেখানে ১০.৩ ওভারেই আসে ৫০ রান। তামিমের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রান। পরবর্তীতে ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের মতোই ব্যাট চালাতে থাকেন তামিম।
এরপর কিছুটা ধীর গতিতে রান তুলতে থাকেন তামিম ইকবাল। অধিনায়ক মমিনুলের সাথে গড়েন দারুণ জুটি। ৭৬ বলে পূরণ করেন অর্ধশতক রান। ৭২ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যান তামিম।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত শতকের দিকে এগুতে থাকেন তামিম। ইনিংসের ৪৩তম ওভারে ১২৬ বলে ১৪ বাউন্ডারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম শতক তুলে নেন এই দেশ সেরা ওপেনার।
সেঞ্চুরির পর আরো বড় সংগ্রহের দিকে এগুতে থাকেন তামিম। ১৮২ বলে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। যেখানে ২২টি বাউন্ডারি হাঁকান তিনি।
Development by: webnewsdesign.com