মাশরাফি আর ডমিঙ্গোর হঠাৎ বৈঠক

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | ১০:০৭ অপরাহ্ণ

মাশরাফি আর ডমিঙ্গোর হঠাৎ বৈঠক
apps

বিসিবিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তখন ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মধ্যকার বিসিএলের খেলা চলছিল। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছিলেন ম্যাচটিতে। এই সময় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কক্ষে বসেই বৈঠক সারেন তাঁরা।

বৈঠক শেষে ডমিঙ্গো বলেছেন, ‘মাশরাফির সঙ্গে প্রথমবার দেখা হলো। এর আগে তো ওর সঙ্গে কথা হয়নি। কিছুক্ষণ কথা হলো এই যা। বিশেষ কিছু না।’

বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে মাশরাফি। শ্রীলঙ্কা সিরিজে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে চোটে পড়ায় খেলতে পারেননি। লম্বা বিরতির পর বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন। কিন্তু বিপিএল এলিমিনেটর ম্যাচে হাতে চোট পান। সব ঠিক থাকলে আগামী মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা মাশরাফির।

Development by: webnewsdesign.com