আইপিএল নিলামে নাম দিয়েছিলেন উর্বিল প্যাটেল, যার ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে কোনো দল তাকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি। আইপিএলে সুযোগ না পেয়ে, ভারতীয় ওপেনার উর্বিল নিজের প্রতিভা প্রমাণ করতে এমন একটি অসাধারণ ইনিংস খেলেন, যা রেকর্ড গড়ল।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন গুজরাটের ব্যাটার উর্বিল। ত্রিপুরার বিপক্ষে তার এই রেকর্ড-ব্রেকিং ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ৩৫ বলে ১১৩ রান নিয়ে, যেখানে ছিল ১২টি ছক্কা এবং ৭টি চারের মার।
এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তবে, স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনো ভারতের সাচিল চৌহানের দখলে। তিনি গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডটি গড়েন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি আগে ছিল রিশব পন্তের হাতে। ২০১৮ সালে মুশতাক আলী ট্রফিতে পন্ত ৩২ বলে শতক হাঁকিয়েছিলেন।
Development by: webnewsdesign.com