৫ লাখ ৩৬ হাজার রুপি প্রতি বলের জন্য তিনি পাবেন

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১:০১ অপরাহ্ণ

৫ লাখ ৩৬ হাজার রুপি প্রতি বলের জন্য তিনি পাবেন
apps

অর্শদীপ সিং, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসার, আগামী আইপিএলে প্রতি বলের জন্য পাবেন ৫ লাখ ৩৬ হাজার রুপি। এই অঙ্কটি ন্যূনতম, কারণ তার প্রতি বলের দাম সাড়ে ৫ থেকে ৬ লাখ রুপি পর্যন্ত হতে পারে।

সামনের আইপিএলে এমনই দামি সব বল করবেন অর্শদীপ সিং। ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই বাঁহাতি পেসার নিলামে যে দামে বিক্রি হয়েছেন, আর মাঠে তাঁর সম্ভাব্য যে ভূমিকা, সেটির যোগ-বিয়োগই বলে দিচ্ছে এমন হিসাব।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে অর্শদীপকে ১৮ কোটি রুপি দিয়ে কিনেছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। সর্বশেষ ৬ মৌসুমে তিনি পাঞ্জাবেই খেলেছেন। ৬৫ ম্যাচে ওভারপ্রতি ৯.০২ রান খরচে নিয়েছেন ৭৬ উইকেট। এবারের নিলামের আগে তাঁকে ধরে রাখার সুযোগ ছিল পাঞ্জাবের। যেকোনো কারণেই হোক, সেটি পাঞ্জাব করেনি বা হয়নি। তবে নিলাম থেকে সেই অর্শদীপকে আবার দলে ভিড়িয়েছে দলটি।

নিলামে ২৫ বছর বয়সী অর্শদীপের জন্য ১৫ কোটি ৭৫ লাখ রুপি দাম হাঁকিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ ধরনের পরিস্থিতিতে আগের দল চাইলে একটা দাম ধরে রেখে দিতে পারে। পাঞ্জাব সেটিই করেছে ১৮ কোটি রুপি দাম উঠিয়ে। মেগা নিলাম শেষে দেখা যায়, এবারের অর্শদীপ চতুর্থ সর্বোচ্চ দাম পাওয়া খেলোয়াড়, পেসারদের মধ্যে সর্বোচ্চ।

Development by: webnewsdesign.com