এরিক টেন হাগকে বিদায় করে ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন হুবেন আমুরিকে। তার আগমনে ক্লাব ছেড়েছেন টেন হাগের অধীনে থাকা সহকারী কোচ রুড ফন নিস্টলরয়। আমুরির কোচিং স্টাফে জায়গা হয়নি সাবেক এই রেড ডেভিলস তারকার।
গত সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখেন নতুন কোচ আমুরি। সেদিনই ফন নিস্টলরয়ের বিদায়ের ঘোষণা দিয়েছে ক্লাবটি।
গত জুলাই মাসে সহকারী কোচ হিসেবে দলে যোগ দেওয়া এই কোচ ছিলেন টেন হাগের সহকারী। টানা বাজে পারফরম্যান্সের কারণে টেন হাগকে ছাটাই করে ইউনাইটেড। পরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
নিস্টলরয়ের অধীনে অবশ্য খুব একটা খারাপ করেনি ইউনাইটেড। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের (তিন জয়, এক ড্র) সবগুলোতে অপরাজিত থাকে ক্লাবটি। রবিবার লিগে লেস্টার সিটিকে হারায় তারা ৩-০ গোলে। কিন্তু আমুরির কোচিং স্টাফে জায়গা না হওয়ায় ক্লাবই ছাড়তে হলো তাকে।
যদিও এই কোচ বেশ কয়েকবার বলেছিলেন, আমুরি দায়িত্ব নেওয়ার পরও যেকোনো ভূমিকায় ক্লাবে থাকতে প্রস্তুত তিনি। তার সেই চাওয়া অবশ্য পূর্ণ হলো না। ফন নিস্টলরয়কে সম্মান করলেও, নিজের আগের ক্লাব স্পোর্তিং লিসবনের সহকারীদের নিয়েই নতুন ক্লাবে কাজ করতে চান আমুরি।
Development by: webnewsdesign.com