নতুন সেতুবন্ধ বাফুফে এবং বিসিবির

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১২:২২ অপরাহ্ণ

নতুন সেতুবন্ধ বাফুফে এবং বিসিবির
apps

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে তাবিথ আউয়াল সভাপতি নির্বাচিত হওয়ার পর পুরো কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাবিথকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। দুই সংস্থায় দুজন সভাপতি, তারা দুজনই সাবেক খেলোয়াড়।

তাবিথের নির্বাচিত হওয়ার খবরে ফারুক জানিয়েছেন, ‘এটি তার কাছে স্মরণীয় মুহূর্ত। ফারুক বিশ্বাস করেন তাবিথের নিবেদন ও ভিশন ফুটবল খেলাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব বিশ্বাস করে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের একই লক্ষ্যে আমরা বাফুফের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।

বিসিবির সভাপতির এই কথা মুগ্ধ করেছে বাফুফের সভাপতি তাবিথকে। তিনিও বিসিবির সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন। তাবিথ প্রশ্ন করেন, ‘কেন দেশের বড় বড় দুটি সংস্থা একই মনোভাব নিয়ে কাজ করতে পারবে না? হতে পারে দুটি খেলা দুই দুই রকম। কিন্তু দিন শেষে সবার লক্ষ্যই এক খেলার উন্নয়ন।

নামজুল হাসান পাপন বিসিবির সভাপতি থাকাকালীন তার কিছু মন্তব্য দেশের ক্রীড়াঙ্গনে অস্বস্তি তৈরি করেছিল। বাফুফেকে বিব্রত করেছিল। নারী ফুটবল দলকে মিয়ানমার না পাঠানোর সিদ্ধান্তে সমালোচনা সৃষ্টি হয়েছিল। সেটিকে পুঁজি করে ক্রিকেটের সংবাদ সম্মেলনে অপ্রাসঙ্গিকভাবে তুলে এনে পাপনের কণ্ঠে মন্তব্য জানতে চাওয়া হয়। পাপনও সেদিন অদূরদর্শী সংগঠকের মতো নেতিবাচক কথা বলেন সংবাদ সম্মেলনে।

একটা ক্রীড়া ফেডারেশনের সভাপতি হয়ে আরেকটা ক্রীড়া ফেডারেশনের সভাপতি সম্পর্কে অযাচিত মন্তব্য কখনো কেউ করেনি, এটা অশোভন। কিন্তু পাপন সেটি করেছিলেন। আর এ নিয়ে ক্রীড়াঙ্গনে ঝড় উঠলেও কাজী সালাহউদ্দিনের ওপেনহার্ট সার্জারির পর তাকে দেখতে বাসায় যান পাপন। সালাহউদ্দিনের সঙ্গে ছবি তোলেন পাপন, পরে সংবাদমাধ্যমকে পাপন জানান দুই-একটা কথায় এত বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায় না। আমি ছোটবেলায় ওনার খেলা দেখতে বসে থাকতাম।

তাবিথ আউয়াল কাল বললেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের সঙ্গে পাপন ভাইয়ের কী যেন হয়েছিল। এটা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা বেশ জমে উঠেছিল। আমরা চাই বিসিবির মতো সংগঠন এবং অন্যান্য সংগঠনের সঙ্গে আমাদের সবার সম্পর্ক ভালো থাকুক। বিসিবি আমাদের ফুটবলের সঙ্গে কাজ করতে চায়, এটা খেলার উন্নয়নের জন্যই বলেছেন তারা। আমরাও একই সঙ্গে কাজ করে দেশের ফুটবলের অভূতপূর্ব উন্নয়ন আনতে চাই। বিসিবি ও আমাদের মধ্যে নতুন একটি সেতুবন্ধ হবে, এটা সবার কাছে উদাহরণ হয়ে উঠতে পারে।

Development by: webnewsdesign.com