অস্ট্রেলিয়ার দল ঘোষণা অধিনায়ক ছাড়াই

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার দল ঘোষণা অধিনায়ক ছাড়াই
apps

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। পূর্ব ধারণা মতোই এই দলে রাখা হয়নি সম্ভাব্য টেস্ট দলের একজনকেও। পাশাপাশি দলের অধিনায়কের নামও জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ থাকবেন টেস্ট দলে। তার অনুপস্থিতিতে সবশেষ নেতৃত্ব দেওয়া ট্রাভিস হেডও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। প্যাট কামিন্স তো টেস্ট দলের অধিনায়কই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটির জন্য তাই অধিনায়ক বাছাই করতে হবে নির্বাচকদের।

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে নেতৃত্বের জোর বিবেচনায় থাকবেন গ্লেন ম্যাক্সওয়েল। আগ্রাসী এই ক্রিকেটারের মতোই বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টের। বিবেচনায় থাকবেন তারাও। এমনকি জশ ইংলিসের সম্ভাবনাও আছে যথেষ্ট। নেতৃত্বের সহজাত গুণ ও ট্যাকটিক্যাল মেধার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিচিতি আছে এই কিপার-ব্যাটসম্যানের।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল:
শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

 

Development by: webnewsdesign.com