৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ ৩৪৬০টি

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | ৭:১৯ অপরাহ্ণ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ ৩৪৬০টি
apps

তিন হাজার ৪৬০টি শূন্য পদে নিয়োগ দিতে ৪৭তম বিবিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারির জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান আজ বুধবার এক বার্তায় বলেন, বিভিন্ন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় /বিভাগের চাহিদা অনুযায়ী মোট ৩ হাজার ৪৬০টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞাপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে।

৪৭তম বিসিএস হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিতে নিয়োগের প্রথম বড় পরীক্ষা, যার অপেক্ষায় আছেন বহু চাকরিপ্রত্যাশী। গত জুলাই-অগাস্টের গণআন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে পরিবর্তনের মধ্যে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা গত ৮ অক্টোবর পদত্যাগ করেন। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পান। সদস্য হিসেবে নিয়োগ পান চারজন।

Development by: webnewsdesign.com