মৌলভীবাজারে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | ৮:৫২ অপরাহ্ণ

মৌলভীবাজারে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
apps

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরস্থ কুশিয়ারা নদীতে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে হামরকোনা গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ বাইচ শেষে মৌলভীবাজারের শাহ মোস্তফার তরী চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় একই জেলার শাহপরানের তরি, তৃতীয় স্থান অধিকার করে কুশিয়ারার তরী হামরকোনা ও ৪র্থ স্থান পায় কানাই শাহ তরী।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা বিএনপি’র সহ সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপি’র সহ সভাপতি বদরুল আহমেদ, সহ সভাপতি হেলু মিয়া, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মামনুন চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ। সভাপতিত্ব করেন কর্নেল আহমেদ কর্নেল ।

Development by: webnewsdesign.com